বিজিসিতে পোগ্রামিং কনটেস্ট

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোডিং ক্লাব এবং এলাইড কম্পিউটার ষ্ট্রীম এর সহযোগিতায় অন্তঃ বিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ মে) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে প্রোগ্রামিং কনটেস্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্টার সালাহউদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিস্টার অজয় মজুমদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক মঞ্জরুল আালম, সহকারী অধ্যাপক শামসুন নাহার সোমা, প্রভাষক অভিজিৎ পাঠক, কোডিং ক্লাবের আহবায়ক প্রভাষক আবদুল ওয়াহাব, বৃষ্টি রায় চৌধুরী, মুনমুন বিশ্বাস, প্রোগ্রামিং প্রশিক্ষক হাওলাদার গ্রুপের সিইও শাহীন ফারুখ।

প্রোগ্রামিং কনটেস্টে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির এই উন্নতি প্রোগ্রামারদের অবদান, কারণ প্রযুক্তি বিশ্বের কম্পিউটার প্রোগ্রাম এর কোডিং ও ল্যাংগুয়েজ সমূহ যথাযথ প্রয়োগ করতে পারেন একজন দক্ষ প্রোগ্রামার । বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই আয়োজন করায় বক্তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রোগ্রামিং কনটেস্টে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০টি টিম অংশ গ্রহন করে। তৎমধ্যে বিজিসিটিইউবি এক্সপ্লোরেইট-৭১ ১ম স্থান অধিকার করে ও বিজিসিটিইউবি ইনক্রেডিবল ২য় স্থান ও বিজিসিটিইউবি এড্রোমেডা ৩য় স্থান অধিকার করে।