গবেষণা সরঞ্জাম কিনতে বরাদ্দ পেল ৯৭ প্রতিষ্ঠান

গবেষণাগার সরঞ্জামাদি কিনতে ৯৭টি প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বাজেটে গবেষণা সরঞ্জামাদি খাতে এসব প্রতিষ্ঠানকে ৬০ লাখ ৪৪ হাজার টাকা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, গবেষণা সরঞ্জামাদি খাতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৩১৮ টাকা করে দেয়া হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা ৯৭টি প্রতিষ্ঠানকে এ টাকা বরাদ্দ দেয়া হয়। একই সাথে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

৯৭টি প্রতিষ্ঠানের তালিকা: অর্থ বরাদ্দ পাওয়া ৯৭টি প্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।