লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনে আগুন

রাজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর মধুমতি এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয়। এসময় অপর একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে পাওয়ার কার পরিবর্তনের সময় ইঞ্জিনে আগুন জ্বলে উঠে। পরে তা তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাাজশাহীর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, প্রতিদিন সকাল সাতটায় মধুমতি এক্সপ্রেস রাজবাড়ীর উদ্দেশ্যে ছাড়ে। বুধবার ট্রেনটি পাশের লাইন থেকে মূল লাইনে নেয়ার সময় পাওয়ার কার লাইনচ্যুত হয়। এসময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার মধুমতিতে লাগানোর জন্য ইঞ্জিন চালু করলে আগুন জ্বলে উঠে। পরে তা নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনার পর ৫৫ মিনিট দেরিতে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।