মানবিকসহ সবার জন্য ভোকেশনাল শিক্ষা উন্মুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোকেশনাল শিক্ষা সবার জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ছাড়াও অন্য বিভাগের শিক্ষার্থীরা যেন কারিগরি ও পেশাগত-যেমন নার্সিং নিতে পারেন তাই এই নির্দেশ প্রদান করলেন তিনি। এর ফলে মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরাও ভোকেশনে পড়তে পারবেন।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সপ্তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেন তিনি। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেখা যায়, ভোকেশনে ভর্তি হতে গেলে মানবিক বিষয়ে যারা পড়াশোনা করেছে, তাদেরকে নিতে চায় না। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘এটা উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি নয়। এটা সবার জন্য খুলে দেন। এর জন্য একটা প্রি-টেস্ট নেন। একটা টেস্ট নিয়ে শুধু বিজ্ঞানের ছাত্র নয়, মানবিকের ছাত্ররাও যাতে এতে ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা করেন।’