চট্টগ্রাম সমিতি–ঢাকার শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষাসহ সাধারণ বিষয়ে স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ: ২০১৮-১৯) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে তাদের কোর্সের পূর্ণ মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি দেবে ঢাকার চট্টগ্রাম সমিতি।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞানে জিপিএ-৫, বাণিজ্যে জিপিএ-৪.৫০ ও মানবিকে জিপিএ-৪.০০ রয়েছে, তাঁরা এর জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির আবেদনপত্র ১০০ টাকায় সমিতির কার্যালয় অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখা থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট (www.ctgsamitydhaka.org) থেকেও ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে উল্লেখিত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ মের মধ্যে ‘সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।