হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Hajee Mohammad Danesh Science and Technology University

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.hstu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাবিপ্রবি’র ২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এই শিক্ষাবর্ষে ২ হাজার ৫টি আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ১৯২ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করে।