নার্সিং ভর্তি পরীক্ষা আগামীকাল

প্রথমবারের মতো সম্মিলিত পরীক্ষা হবে

দেশের সরকারি-বেসরকারি পর্যায়ের সব নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।প্রথমবারের মতো নার্সির কলেজগুলোর ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে শুরু হবে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। দেশের আটটি বিভাগীয় শহরের মোট ২৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৫২ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে বিএসসি নার্সিংয়ে ১৪ হাজার ১৬৩ জন, ডিপ্লোমা-ইন-নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ২৯ হাজার ৯৯৩ জন এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারিতে ৮ হাজার ১৩৭ জন আবেদন করেন।

গত ২৭ অক্টোবর অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ১১টি বিএসসি নার্সিংয়ে এক হাজার ১০০টি, বেসরকারি ৪৫টিতে দুই হাজার ৩৩০টি, ৪৩টি সরকারি সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে দুই হাজার ৫৮০টি, ১৪৫টি বেসরকারি সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে সাত হাজার ৭৭৪টি এবং সরকারি ৩৮টি ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারিতে ৯৭৫টি ও বেসরকারি ১৬টি ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারিতে ৫৬৮টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের পরিপ্রেক্ষিতে জাতীয় মেধা তালিকা প্রণীত হবে। এই মেধা মেধা তালিকার ভিত্তিতে প্রথমে সরকারি ও পরে বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি করানো হবে।