ফল নিয়ে বিতর্কের অভিযোগ

ফল পুনর্মূল্যায়ন করবে না জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪১তম ব্যাচের স্নাতকোত্তর ফল নিয়ে বিতর্কের অভিযোগ থাকলেও তা পুনর্মূল্যায়ন করা হবে না।  শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন বিভাগীয় সভাপতি মো. খালিদ কুদ্দুস।  শুধু তাই নয়, মঙ্গলবার বেশ কিছু শিক্ষার্থী আবেদনপত্র নিয়ে গেলেও তিনি তা গ্রহণ করেননি।  উল্টো জানিয়ে দেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মে ফল পুনর্মূল্যায়ন বিষয়টি নেই।  আবেদন গ্রহণযোগ্য নয়।’

৪১তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানান, চলতি বছরের ১৪জানুয়ারি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর নন থিসিস গ্রুপ এবং ২৬জুলাই থিসিস গ্রুপের ফলাফল প্রকাশ করা হয়। এই ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে অনেক ব্যবধান আছে।  তাই ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বিভাগের সভাপতির নিকট আবেদনপত্র নিয়ে যান তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইন দেখিয়ে সভাপতি আবেদনপত্রটি গ্রহন করেনি। এর আগে গত রোববার আবেদনপত্র নিয়ে গেলে সেদিনও নানা অযুহাতে তিনি আবেদনপত্র গ্রহণ করেননি।

জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. খালিদ কুদ্দুস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের সভাপতি ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করতে পারেন না।  আর আমি বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করতে পারি না। তাই আমি আবেদনপত্রটি গ্রহণ করিনি।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল বলেন, ‘পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের কোন সুযোগ নেই।  তবে ফলাফলের হিসেবে যদি কোন ভুল পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটি পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট আবেদন করতে পারেন।’

এ ব্যাপারে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী ফলাফল পুনর্মূল্যায়নের কোন সুযোগ নেই।’