হাইকোর্টে জামিন পেলেন রাষ্ট্রচিন্তার দিদার

  © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার(১৪ সেপ্টেম্বর) জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ আগস্ট বিচারিক আদালত দিদারুল ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করলে ২০ আগস্ট তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। এ মামলায় গ্রেপ্তার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন গত ৭ সেপ্টেম্বর বিচারিক আদালত থেকে জামিন পান। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ এখনো কারাগারে রয়েছেন।

এর আগে গত ৫ মে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের হয়।


সর্বশেষ সংবাদ