দেশের স্কুলগুলোতে স্যানিটেশন সুবিধা বেড়েছে

  © ফাইল ফটো

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের স্কুলগুলোতে প্রতিবছর প্রাথমিক স্যানিটেশন সুবিধা ৩ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বের প্রতি চারটি স্কুলের একটিতে শিশুদের পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা ছিল না। অর্থাৎ এসব স্কুলে হাত ধোয়ার জন্য সাবান কিংবা পানির সরবরাহ ছিল না। ওই বছর ৪৬ কোটি ২০ লাখ শিশু এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছে।

এই শিশুদের অর্ধেকের বেশি (২৪ কোটি ৪০ লাখ) আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের, এক চতুর্থাংশ (১২ কোটি ৫০ লাখ) মধ্য ও দক্ষিণ এশিয়ার এবং তিন চতুর্থাংশ ( ৯ কোটি ২০ লাখ) ভারতের। এছাড়া বাংলাদেশের তিন কোটি শিশু হাত ধোয়ার সুবিধা থেকে বঞ্চিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের স্কুলগুলোতে প্রতিবছর প্রাথমিক স্যানিটেশন সুবিধা ৩ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। ২০১৫ সালে যেখানে ৩৮ শতাংশ স্কুলে এই সুবিধা ছিল, ২০১৯ সালে সেটি ৫১ শতাংশে দাঁড়িয়েছে। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এই গতি অনেক বেশি ধীর।


সর্বশেষ সংবাদ