আমি একজন সৎ দক্ষ সফল মেধাবী কর্মকর্তা: স্বাস্থ্যের সাবেক ডিজি

  © ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবান, দক্ষ ও সফল দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।

আবুল কালাম আজাদ বলেন, বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করেছি। কারণ আমার কাছে পদ নয়, সম্মানটাই বড়। আমি দায়িত্বে থাকা অবস্থায় স্বাস্থ্যখাতে কিছু দুর্নীতি হয়েছে। দুদক সেসব বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাদেরকে জানিয়েছি। এরপরও যখন এ ব্যাপারে তারা সাহায্য চাইবে, আমি প্রস্তুত আছি। আমি চাই, দুর্নীতির বিচার হোক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনাকালে মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করেছি। আমার করোনা পজিটিভ হওয়ার পরও সুস্থ হয়ে আবার কাজে যোগদান করি। সব সময় দেশের স্বার্থে কাজ করে গেছি।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ডা. আজাদকে বৃহস্পতিবার আবারও কমিশন কার্যালয়ে হাজির হতে হবে।


সর্বশেষ সংবাদ