চেয়ারম্যান মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনও প্রজ্ঞাপনও জারি করা হয়নি। এটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে বুধবার একটি বেসরকারি টেলিভিশনের সূত্র দিয়ে ফেসবুকে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করেন। যাতে বলা হয়, দায়িত্বে থাকতে মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। তারই পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি দেওয়া হলো।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই ফেসবুকে লেখালেখি হচ্ছিলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বারদের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস হতে হবে। এই তথ্যটি সম্পূর্ণ গুজব।


সর্বশেষ সংবাদ