১৭ আগস্ট খুলছে কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র

  © ফাইল ফটো

আগামী ১৭ আগস্ট খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ এলাকার সব পর্যটন কেন্দ্র। দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এসব কেন্দ্র। বুধবার রাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রশাসনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘসময় ধরে বন্ধ ছিলো কক্সবাজারের সাড়ে চার শতাধিক হোটেল মোটেল রিসোর্ট, সহস্রাধিক বার্মিজ দোকান ও পাঁচ শতাধিক রেস্তোরাঁ। যার কারণে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক কর্মচারী-কর্মকর্তা বেকার ও বাধ্যতামূলক ছুটিতে যান।

কিন্তু পরে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে পর্যটন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় সে ব্যাপারে একটি কমিটি গঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে কমিটির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান জেলা প্রশাসক।


সর্বশেষ সংবাদ