০১ আগস্ট ২০২০, ১৪:৫৮

কোরবানির বর্জ্য অপসারণ না হলে যে নম্বরে অভিযোগ করবেন

  © ফাইল ফটো

ঈদে কোরবানির পশু বর্জ্য অপরাসরণ নিয়ে প্রতিবারই বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যায় রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়রদের। এবার বর্জ্য অপসারণে ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে জন্য দক্ষিণের নগর ভবনের শীতলক্ষ্যা হলে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। কোন এলাকায় যদি পশুর বর্জ্য অপসারণ না করা হয় তাহলে ০১৭০৯৯০০৭০৫ নম্বরে ফোন করে বর্জ্য অপসারণের বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষে অভিযোগ জানাতে বলা হয়েছে এই সিটির বাসিন্দাদের।

শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের এ তথ্য দেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

এর আগে মেয়র তাপস জানিয়েছিলেন, ঈদের দিনে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর বর্জ্য অপসারণ করা হবে। শনিবার দুপুর ২টা থেকে এ বিষয়ে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, করোনাকালের ঈদে এবার পশু জবাইয়ের জন্য সব মিলিয়ে ৩২৯টি স্থান নির্ধারণ করে দিয়েছে দুই সিটি কর্পোরশন। এ সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। যদিও শনিবার সকাল থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ব্যতিত রাজধানীর রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে