এবার সুইজারল্যান্ড যাচ্ছে রাজশাহীর আম

  © সংগৃহীত

প্রতিবছর বাংলাদেশ থেকে যে আম রপ্তানি করা হতো করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার সেটা অনিশ্চয়তার মুখে পড়েছে। এরমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম দিলেন সুখবর। আজ রবিবার ফেসবুকের এক পোস্টে তিনি জানান, রাজশাহীর আম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আজ প্রথম চালান যাবে। এর মধ্যে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর ফেরিফাইড পেজে লিখেছেন, নর্থ বেঙ্গল আগ্রো ফার্মের 'রাজশাহীর আম' রপ্তানি শুরু করলো। প্রথম চালান সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে আজ সন্ধ্যায়। সবার দোয়া প্রত্যাশা করছি।

তিনি জানান, প্রথম চালানে কোন সমস্যা না হলে এটা চলবে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত। যাবে আরও কিছু দেশে। এই বছরের অভিজ্ঞতা নিয়ে সামনের ২০২১ সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এই বছর লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম ১০০ টন কিন্তু তা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে।

কিন্তু সামনের বছরে রাজশাহীর নিজস্ব বা সরকারিভাবে স্থাপিত হবে ফলমূলের কোয়ারেন্টাইন এবং প্রক্রিয়াজাতকরন কেন্দ্র যা সকলেই ব্যবহার করতে পারবেন। আশা করি, একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।


সর্বশেষ সংবাদ