সাহারা খাতুনের মরদেহ আনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

  © ফাইল ফটো

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ দেশে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন সাহারা খাতুন। গত ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর দফায় দফায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি। আর জাতি হারালো এক দক্ষ ও সৎ নারী নেত্রীকে৷

তার মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানানো হয় দল থেকে।


সর্বশেষ সংবাদ