করোনা পরীক্ষার ফি বাতিল না করলে আন্দোলনের হুমকি মান্নার

  © সংগৃহীত

করোনা পরীক্ষায় সরকার নির্ধারিত ফি বাতিল না করলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমদুর রহমান মান্না। বিনামূল্যে নাগরিকদের পরীক্ষার আহ্বান জানিয়ে সবার জন্য স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানান তিনি।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘করোনা মোকাবেলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে এবং বাস ভাড়া ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, যদি বাতিল না করেন তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই সংসদে বিবৃতি দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু জনগণ থেকে কীভাবে বাঁচবেন? অনেক টাকা লুটপাট করেছেন ডাক্তারদের থাকা-খাওয়ার নামে। সব অন্যায়ের বিচার করা হবে। সব মনে রাখছি। একজনও মাফ পাবেন না।

সবার জন্য স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানিয়ে মান্না জনগণের দায়িত্ব নিতে না পারলে সরকারকে বিদায় নেয়ার আহবান জানান।


সর্বশেষ সংবাদ