১৫ দিনে ৫ হাজার অ্যান্টিবডি কিট তৈরির ঘোষণা ডা. জাফরুল্লাহর

  © ফাইল ফটো

ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যে ৫ হাজার অ্যান্টিবডি কিট তৈরির ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই কিট দেশবাসীর জন্য উপহার দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এ কথা জানানো হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা ইতোমধ্যে ডিজিডিএর নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবডি কিট আপডেট করেছে। আমি আশা করি ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং আগামীকাল অনুমতি প্রদান করবে। অনুমতি পেলে ১৫ দিনের মধ্যে ৫ হাজার কিট আমরা দেশবাসীকে উপহার দিবো।


সর্বশেষ সংবাদ