ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

  © ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অংকুর কিন্ডার গার্টেন স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

বৃহস্পতিবার( ৪ জুন) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পৌর এলাকার মসজিদ পাড়ায় অবস্থিত অংকুর কিন্ডার গার্টেন স্কুলে বিকেলে পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। 

বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অংকুর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা ও ওই স্কুলের দুই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


সর্বশেষ সংবাদ