১৫ জুনের মধ্যে হজের সিদ্ধান্ত: ধর্ম প্রতিমন্ত্রী

  © ফাইল ফটো

আগামী ১৫ জুনের মধ্যে চলতি বছরের হজের সিদ্ধান্ত জানা যাবে। এই সময়ের মধ্যে নিবন্ধনকারী ৬৫ হাজার হজযাত্রীকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেন, এ বছর হজ হবে কিনা সে বিষয়ে আগামী ১৫ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সৌদি সরকার। তাদের অনুমতি পেলেই নিবন্ধনকারী ৬৫ হাজার হজযাত্রীকে এবার হজে পাঠানো হবে। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। নিবন্ধনকারীদেরও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, নিবন্ধনকারীদের মধ্যে যারা এখনো টাকা জমা দেয়নি তাদের টাকা জমা দিতে হবে। যদি কোন কারণে এবার কেউ হজে যেতে না পারেন, তাহলে তার টাকা মার যাওয়ার কোন আশঙ্কা নেই। কেউ চাইলে টাকা ফেরত দেয়া হবে অথবা আগামী বছর যাওয়ার সুযোগ রাখা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে এ বছর পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা গেছে। তবে করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সম্প্রতি সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ