করোনায় আরেক ব্যাংকারের মৃত্যু

  © প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার এক কর্মকর্তা মারা গেছেন। সোমবার (১ জুন) রাতে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল জানান।

ওই কর্মকর্তার নাম আবুল বাশার। তিনি ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার হিসাব বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল বলেন, ঈদের আগের দিন করোনাভাইরাস ধরা পড়ায় আবুল বাশার হলি ফ্যামেলিতে ভর্তি হয়েছিলেন। তখনই দিলকুশা শাখা অবরুদ্ধ করে ফেলা হয়। ওই শাখার গ্রাহকদের পাশের অন্য শাখায় লেনদেন করতে নোটিস টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিলকুশা শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়েছে।

এর আগে ন্যাশনাল ব্যাংকের সীমান্ত স্কয়ার শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ঈদের আগে। এছাড়া সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন এফভিপি, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন ডিজিএম, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মারা গেছেন করোনাভাইরাসে।


সর্বশেষ সংবাদ