মাস্ক না পরায় ১০টি মাস্ক কিনে দিতে হলো

দরিদ্র মানুষদের মাঝে সেই মাস্ক বিতরণ করছে পুলিশ
দরিদ্র মানুষদের মাঝে সেই মাস্ক বিতরণ করছে পুলিশ  © সংগৃহীত

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমনের মধ্যে মাস্ক না পরে বের হয়ে এক ব্যক্তি ১০টি মাস্ক কিনে দিয়ে পুলিশের মামলা থেকে রেহায় পেয়েছেন। আজ সোমবার (১ জুন) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহরের পাঁচমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সেই মাস্কগুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।

জানা গেছে, মাস্ক না পরে এক ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পুলিশের ট্রাফিক বিভাগের লোকজন তাঁকে দাঁড় করান। সেখানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল মোটরসাইকেল আরোহীকে জেরা করেন।

অশোক কুমার পাল বলেন, আপনি জানেন, দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ সময় মাস্ক বা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করলে ভাইরাসটি দ্রুত সংক্রমিত হতে পারে? ওই ব্যক্তি হ্যাঁ সূচক উত্তর দিলেন তাঁকে বলা হয়, সরকারি নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে।

তিনি বলেন, আমরা কি মামলা করব, নাকি আপনি ১০টি মাস্ক কিনে দেবেন? মোটরসাইকেল আরোহী ১০টি মাস্ক কিনে দিয়ে রেহাই পান। তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের এই ঊর্ধ্বমুখী সময়ে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে পুলিশ আরও কঠোর হবে।


সর্বশেষ সংবাদ