করোনায় এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামালের মৃত্যু

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠান এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা গেছেন। আজ রবিবার (৩১ মে) দুপুর ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, মোস্তফা কামাল করোনা উপসর্গ নিয়ে গত ১১ মে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা পজিটিভ ছিলেন। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়।

মৃত্যুকালে মোস্তফা কামালের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ৫২ বছরের কর্মজীবনে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন পাকিস্তান টিভিতে। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধানেরও দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে এনটিভির শুরু থেকেই আমৃত্যু তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন।


সর্বশেষ সংবাদ