আসনসংখ্যার অর্ধেক বিক্রি হবে ট্রেনের টিকেট: রেলমন্ত্রী

  © ফাইল ফটো

আগামী ৩১ থেকে সীমিত পরিসরে চালু হতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হবে। অর্থাৎ এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হবে।

বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুধু আন্তঃনগর ট্রেন চলাচল করবে। যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলতো, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। আগামী শনিবার (৩০ মে) দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ