ঈদে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ভাইয়ের

  © সংগৃহীত

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে নওগাঁর ধামইরহাটে আবু ইছা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের এ ঘটনায় তার বোন মহিষা বেগম গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত আবু ইছা অমরপুর গ্রামে তার বোন মহিষা বেগম ও ভগ্নিপতি আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি একই ইউনিয়নের বিহারীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র অনুযায়ী, ঈদ উপলক্ষে আবু ইছা অমরপুর গ্রামে বুধবার দুপুরে তার বোন ও ভগ্নিপতিকে আনতে গিয়েছিলেন। বিকেলে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় আবু ইছা ও তার বোন মহিষা বেগম বাড়ির পাশে পশ্চিম মাঠের পুকুর পাড়ে গরু আনার জন্য যাচ্ছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ করেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে আবু ইছা মারা যান। গুরুতর আহত অবস্থায় বোন মনিষা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ ঘটনার ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ