ছুটি না বাড়লেও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন

  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ৩১ মে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে সাধারণ ছুটি না বাড়লেও ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে।

সাধারণ ছুটির সময় গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরণের অফিস আদালত বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা সীমিতভাবে ব্যাংকসহ কিছু অফিস খোলা ছিল। পরবর্তীতে কিছু সরকারি দপ্তর ও গার্মেন্ট প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।


সর্বশেষ সংবাদ