ঈদ উপহার বিতরণ করেছে মানবতার মাতৃসদন

  © টিডিসি ফটো

‘মানুষকে ভালোবেসে তার কল্যাণ চিন্তা করাটাই মানবতন্ত্র’ এ মর্মবাণী নিয়েই মানবতার মাতৃসদনের পথচলা। মানবতাবাদ প্রতিষ্ঠায় মানবতার মাতৃসদন প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনটির ঈদ উপহারের মধ্যে ছিল- পাঁচ কেজি আটা, সেমাই, চিনি, দুধ ও কিসমিস।

মানবতার মাতৃসদনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক জানান, আত্মমানবতার সেবায় তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

মানবতার মাতৃসদনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, সকলেই যে যার অবস্থান থেকে মানবতার সেবায় কাজ করলে মানবতাবাদ প্রতিষ্ঠা সম্ভব।

এ সেবামূলক কর্মসূচি বাস্তবায়নে মানবতার মাতৃসদনের কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সহ-সভাপতি রায়হান মাহামুদ, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও রাজবাড়ি জেলা ইউনিটের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা হাসান ও সহ-সাধারণ সম্পাদক আলীসহ সংস্থার অন্যান্য সকল অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।


সর্বশেষ সংবাদ