২২ মে ২০২০, ১২:৫৩

চেকপোস্ট নেই, বিনা বাধায় ঢাকা ছাড়ছে মানুষ

দেশে করোনা পরিস্থিতিতে ঈদের আগে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার মুখে পুলিশের কোনো চেকপোস্ট না থাকায়, বিনা বাধায় রাজধানী ছেড়ে যাচ্ছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২২ মে) সকাল থেকে রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায় রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড়। যে যেভাবে পারছেন বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন।

রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় গাড়ির সংখ্যা অনেক বেশি দেখা গেছে।

অনেকেই জরুরি কাজের অজুহাত দিলেও বেশিরভাগই বলছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা ঢাকা ছাড়ছেন। তবে গণপরিবহন না থাকায়, মানুষের ভোগান্তিও বাড়ছে।

এর আগে ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন বলে পুলিশের উচ্চ পর‌যায় থেকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে যাতায়াত ঠেকাতে সড়কে বসানো চেক পোস্টও তুলে নিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।