ঈদে বাড়ি ফেরা যাবে নিজস্ব পরিবহনে, থাকবে না পুলিশি বাধা

  © ফাইল ফটো

ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন বলে পুলিশের উচ্চ পর‌যায় থেকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে যাতায়াত ঠেকাতে সড়কে বসানো চেক পোস্টও তুলে নিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশ সদর দফতরকে মৌখিকভাবে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। এমন নির্দেশনা পাওয়ার পর পুলিশ সদর দফতর ইতোমধ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চায় তাহলে পুলিশ যেন তাদের অনুমতি দেয়। তাদের যেন খুব বেশি হয়রানি বা প্রশ্নোত্তরের শিকার না হতে হয়। তবে গণপরিবহন চলবে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দফতরের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, নিজস্ব পরিবহনে সাধারণ মানুষকে যাতায়াতের অনুমতি দিতে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে। আমরাও বিষয়টি পুলিশ অফিসারদের জানিয়েছি। তবে জনস্বার্থে এ সিদ্ধান্ত যেকোনো সময় পরিবর্তনও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি বিষয়টি জনস্বার্থে কাজে আসে তবে বহাল থাকবে নয়তো বাতিলও হতে পারে।


সর্বশেষ সংবাদ