২১ মে ২০২০, ০৯:১২

গাছের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

যশোর চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- ওই গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগম(৪৫) ও তার মেয়ে রাবেয়া(১৩)।

স্থানীয়রা জানায়, ঝড়ের সময় খ্যান্ত বেগম ও তার মেয়ে ঘরে ছিলেন। বুধবার রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এ সময় চাপা পড়ে মা ও মেয়ে নিহত হন।

এদিকে যশোর অবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, রাত ১২টার পর থেকে যশোর জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে চলেছে। ঘণ্টা দেড়েক আগে বাতাসের গতি ছিল ১০৪ কিলোমিটার। ঝড়ের কেন্দ্রবিন্দু এখন যশোর সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বেনাপোল হয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টা বেরিয়ে যাচ্ছে। আরো এক থেকে দেড় ঘণ্টা ঝড়ো বাতাস বয়ে যাবে। তবে বৃষ্টিপাতের মাত্রা কমে গেছে।