ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে প্রাণ গেল প্রাথমিকের শিক্ষিকার

  © সংগৃহীত

বরিশালের উজিরপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাক্কায় শাড়ির আঁচল জড়িয়ে গলায় ফাঁস লেগে শিমা আক্তার (২৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উজিরপুর উপজেলার ইছলাদী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমা আক্তার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই উপজেলার দক্ষিণ গোবর্ধন গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সরকার জানান, বরিশাল শহরে তার (শিমা) বাবার ভাড়াটিয়া বাসা থেকে শিমা আক্তার ব্যাটারিচালিত ভ্যানযোগে রওনা দেন। পথিমধ্যে ভ্যানটি দুপুর সাড়ে ১২টার দিকে ইছলাদী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে অসাবধানতাবশত শিমার শাড়ির আঁচল ভ্যানের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে শিমার গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় শিমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মুমূর্ষু অবস্থায় শিমাকে দুপুর ২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ