এক মাসের ভাড়া মওকুফের আহবান ভাড়াটিয়া কল্যাণ সমিতির

  © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারীর জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি। আজ বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি এড. আবেদ রাজা এক বিবৃতিতে বলেন, ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি মালিকগণ ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতি বিবেচনা করে মার্চ-এপ্রিলের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিকদের প্রতি আহবান জানিয়েছে অনেকে। এদিকে, গত সপ্তাগে করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ