কেউ বরিশাল প্রবেশ ও বের হতে পারবে না

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বরিশাল শহর থেকে বের হওয়া ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি কর‌লেন জেলা প্রশাসক। আজ সকাল ১০টায় তি‌নি জেলা প্রশাস‌নের মি‌ডিয়া গ্রু‌পে এ নি‌র্দেশ জা‌রি ক‌রে পোষ্ট দি‌য়ে‌ছেন।

ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে ক‌রোনা উপসর্গ নি‌য়ে এক ব্যাংকা‌রের মৃত্যুর পরপরই প্রশাসন ক‌ঠোর অবস্থা‌নে যায়। সন্ধ্যা ৭ টার ম‌ধ্যে দোকানপাঠ বন্ধ, লোকজন‌কে ঘ‌রে থাকার নি‌র্দেশ জা‌রি ক‌রেন।

এরপর আজ সকা‌লে জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান নি‌র্দেশ জা‌রি ক‌রেন, বাই‌রে থে‌কে কেউ ব‌রিশা‌লে প্র‌বেশ কর‌তে পার‌বে না। অর্থাৎ একপ্রকার লকডাউন ঘোষণা করা হল।

এর আগে রাজধানী ঢাকা ও রাজশাহীর পর বিভাগীয় শহর হিসাবে লকডাউন বন্দরনগরী চট্টগ্রাম। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) লকডাউন ঘোষণা করে। সোমবার রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরীতে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ নগরী ছেড়ে বাইরেও যেতে পারবে না। লকডাউনের সময় চট্টগ্রামের সকল বাসিন্দাকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। কেউ ঘর থেকে বের হতে পারবেন না।


সর্বশেষ সংবাদ