সবাই নিজ জায়গা থেকে খাদ্যসামগ্রী উৎপাদন করুন: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে পরবর্তীতে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে সবার নিজ নিজ জায়গা থেকে জমিতে খাদ্য উৎপাদন কাজ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তিনি।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্বেই খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। আমাদের সৌভাগ্য, দেশে বিপুল পরিমাণ আবাদী জমি রয়েছে। সেগুলো খুবই উর্বর। যার যার জায়গা থেকে জমিগুলোতে চাষ অব্যাহত রাখুন। এছাড়া যাদের গরুর খামার রয়েছে সেগুলোতেও উৎপাদন অব্যাহত রাখুন।’

তিনি আরো বলেন, ‘করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের একটি শ্রেণির মানুষ লজ্জায় ত্রাণ চাইতে পারেন না। তাদের সবার তালিকা করতে হবে। কেউ যেন বাদ না যায়। প্রকৃত অসহায়দের তালিকা করে তাদের নিকট খাদ্যসামগ্রী পৌছে দিতে হবে।’