করোনার চিকিৎসকদের জন্য পুরষ্কার, পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় শুরু থেকে নিয়োজিত ডাক্তার-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তাদের পুরষ্কারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তাদের তালিকা করে এ পুরষ্কার দেয়া হবে।’

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রজাতন্ত্রের কর্মচারী যারা শুরু থেকে কাজ করছে তাদের জন্য সবকিছু করা হবে। কেউ আক্রান্ত হলে ৫-১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা করে দেয়া হবে। আর কেউ মারা গেলে তা পাঁচ গুণ বাড়িয়ে দেয়া হবে।’

এসময় ফাঁকিবাজদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার শুরু থেকে যারা পালিয়ে আছেন, মানুষকে চিকিৎসা দিচ্ছেন না তাদের জন্য এ পুরষ্কার দেয়া হবে না। যারা কাজ করেন না, চিকিৎসা দেননি, ডাক্তার হয়ে লাভ কি হল? সারা বিশ্বই এ পরিস্থিতি মোকাবিলা করছে, আমরাও সুরক্ষার সব ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘যারা ফাঁকি দিয়েছেন তাদের চাকরি থাকবে কিনা সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে বলা যাবে। কেউ চিকিৎসা দিতে না চাইলে প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার-নার্স নিয়ে আসা হবে।’ এসময় ডাক্তর-নার্সরা চিকিৎসা না দেয়ার কারণে সাধারণ মানুষ, ছাত্র মারা যাওয়ায় সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সর্বশেষ সংবাদ