উল্লাপাড়ায় করোনা সন্দেহে গৃহবধূ আইসোলেশনে

  © ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ববিতা খানম নামে এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড: আনোয়ার হোসেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে গতকাল মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার স্বামী নিজেও একজন ডাক্তার। সোমবার সকালে ববিতা খানমের লালার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধুর স্বামী ডা: আলামিনকেও নজর দারিতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ববিতা খানম উপজেলার বামনঘীয়ালা গ্রামের বাসিন্দা। ডা: আলআমিন ও স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি মেডিকেল টিম সম্প্রতি বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সনাক্ত করেন। আগামীকাল বিকাল ৫ টার সময় রিপোর্ট আসবে। রিপোর্ট পেলে বোঝা যাবে উনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা।


সর্বশেষ সংবাদ