করোনা: টোলারবাগের মসজিদের ইমাম মারা যাননি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুরের টোলারবাগ মসজিদের ঈমাম মৃত্যু হয়েছে বলে যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়। আজ সন্ধ্যার পর অনেকেই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তবে বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্থানীয় ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি শুভাষিশ। রাতে গণমাধ্যমকে তিনি বলেন, টোলারবাগের মসজিদের ইমাম মারা যাননি। এটা সম্পূর্ণ গুজব।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে খুজিস্তা নূর-ই নাহরিন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘মিরপুর টোলারবাগ মসজিদের ঈমাম কিছুক্ষণ আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।’ তবে সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখার সময় তার ওয়ালে সেই স্ট্যাটাসটি দেখা যায়নি। 

জানা যায়, রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের বেশির ভাগ মিরপুর অঞ্চলে। এর মধ্যে টোলারবাগে ছয়জন এবং মিরপুরের অন্যান্য এলাকায় পাঁচজন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।