দুপুরে করোনা শনাক্তের সংখ্যা আরও বেড়ে হলো ১২৩

দেশে নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনা সনাক্তের কথা জানান। নতুন ছয়জন সহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন। তবে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চারজনের কথা জানিয়েছিলেন।

সোমবার (৬ এপ্রিল) দিুপুর ২টার নিয়মিত ব্রিফিংয়ে নতুন আরো ৬ জন আক্রান্তের কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এছাড়া নতুন করে আরো ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে।