করোনা পরীক্ষা হচ্ছে ১৭ ল্যাবে, ঘরে বসে ফোন করার নম্বর

করোনা ভাইরাস শনাক্ত করতে এখন ১৭ ল্যাবে পরীক্ষা চলছে। আক্রান্ত হওয়ার লক্ষণগুলো নিজের মধ্যে পাওয়া গেলে আর দেরি না করে পার্শ্ববর্তী ল্যাবে ফোন দিয়ে জানান। আর তারাই আপানার নমুনা সংগ্রহ করবেন।

দেশের বিভিন্ন স্থানের ১৭টি ল্যাবের নাম ও ফোন নাম্বার দেওয়া হলো:-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
যোগাযোগ: 0431-2173547


সর্বশেষ সংবাদ