মন্ত্রিসভার বৈঠক সকাল ১১টায়

  © ফাইল ফটো

এবার করোনার পরিস্থিতি প্রভাব ফেলেছে মন্ত্রিসভার বৈঠকেও। এর আগের দুই সপ্তাহে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকই হয়নি। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় গণভবনে তৃতীয় সপ্তাহে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক ছোট পরিসরে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় সাতজন মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে খুব প্রয়োজনীয় সরকারি কর্মকর্তা ছাড়া নিয়মিত বৈঠক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত অনেক কর্মকর্তাকে বৈঠকে যেতে বারণ করা হয়েছে।

মন্ত্রিসভার একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আগের মতো সাংবাদিকদের ব্রিফ করবেন না। বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যম ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ