করোনাভাইরাস: মৃতদেহ সংরক্ষণে মর্গ নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারীতে মৃতদেহ সংরক্ষণে বিভিন্ন অঙ্গরাজ্যের মর্গগুলোতে স্থান সংকুলান দেখা দিয়েছে। ফলে মৃতদেহ সংরক্ষণে নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নিউ ইয়র্ক শহরের মর্গগুলোতে জায়গা ফুরিয়ে আসছে।

করোনাভাইরাসে আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটিতে গতকাল রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৯ জন। মার্কিন বাংলা গণমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে.

জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গতকাল একদিনেই ১ হাজার ২২৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। নিউ ইয়র্ক শহরের মর্গগুলোতে জায়গা ফুরিয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি রেফ্রিজারেটেড ট্রাক লাশ রাখার কাজে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ট্রাকগুলো প্রস্তুত করে হাসপাতাগুলোতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অস্থায়ী মর্গ হিসেবে নিউ ইয়র্ক সিটির র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের পার্কিং স্পটে রেফ্রিজারেটেড ট্রাকগুলো বসানো হতে পারে। এ নিয়ে টেনশনে রয়েছেন যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিরা।


সর্বশেষ সংবাদ