করোনা: অসহায়দের পাশে খাবার নিয়ে একদল তরুণ

  © টিডিসি ফটো

মানুষই বোঝে মানুষের কষ্ট। সংকটময় সময়ে এর চিত্র খুবই স্পষ্ট ভাবে ফুটে উঠে। আর বর্তমান করোনাভাইরাসের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তরুণ আর কিশোররা দিচ্ছে মানবিকতার পরিচয়।

প্রতিকূল অবস্থায় প্রতিবেশীরাই পারে তার সকল প্রতিবেশীর খোঁজ রাখতে। তারাই পারে দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে। এরকম উদার মানসিকতা নিয়ে প্রতিবেশীদের পাশে এগিয়ে এসেছেন রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকার একদল তরুণ ও কিশোররা।

রবিবার (৫ এপ্রিল) এই এলাকার মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষদের মাঝে বিতরণ করছে একবেলার আহার। কোন সংগঠন না করেই একসাথে জড়ো হয়ে নিয়েছে এই উদ্যোগ।

তরুণ কিশোরদের এই দলের সম্রাট (১৮)বলেছেন, প্রতিবেশীদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা প্রতি সপ্তাহে এলাকার প্রতিবেশীসহ বাহিরে দুস্থ লোকদের মাঝে সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে খাদ্য বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছি।


সর্বশেষ সংবাদ