মিরপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত

  © ফাইল ফটো

রাজধানীর মিরপুরের আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাস করেন। এ নিয়ে ঢাকার এই এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে রোববার (৫ এপ্রিল) সকালে বাসা থেকে নিয়ে গেছে। এই ঘটনার পর ওই এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে মিরপুর থানা-পুলিশ।

এর আগে মিরপুর অঞ্চলের মণিপুরে‌ পাঁচজন, সেনপাড়ায় দু’জন, মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় একজন করে রোগী করোনায় আক্রান্ত বলে জানায় আইইডিসিআর।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, মিরপুর-১ এ আক্রান্ত দুজন গত দুই দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত দুজনকে আজ সকালে বাসা থেকে নিয়ে যায় আইইডিসিআর।

তিনি আরো বলেন, ওই এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫টি পরিবার বসবাস করেন। বাড়ির সামনে পুলিশ মোতায়েন করে সেখানে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ