শবে বরাত বাড়িতেই পালন করুন: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শবে বরাতের নামাজ মসজিদে না গিয়ে ঘরেই পড়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পহেলা বৈশাখের অনুষ্ঠান ও উদযাপন ঘরে বসে করার আহবান জানিয়েছেন তিনি।

আজ রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

আগামী ৯ এপ্রিল রাতে অনুষ্টেয় শবে বরাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শবে বরাত সামনে, সে সময় ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আমাদের বরাত যেন আল্লাহ ভালো রাখেন এবং দেশের মানুষ যেন আর্থ-সামাজিকভাবে এগিয়ে যেতে পারে। এই মহামারির হাত থেকে যেন বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসী মুক্তি পায়।’

এসময় বাংলা নববর্ষে সব জনসমাগম বাতিল করে ঘরে বসে ডিজিটাল মাধ্যমে এ উৎসব উদযাপন করা আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘১৪ই এপ্রিল বাংলা নববর্ষ শুরু। নববর্ষ সবাই ঘরে বসে উদযাপন করেন নিজের মতো করে। সেখানে মিডিয়ার মাধ্যমেও আপনারা উদযাপন করতে পারেন। নববর্ষের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিডিয়ার মাধ্যমেই হবে।’


সর্বশেষ সংবাদ