করোনা: দুপুরে বিশেষ দোয়া করবেন আল্লামা শফী, লাইভ সম্প্রচার হবে

করোনা ভাইরাসসহ সব রকমের গজব ও রোগ থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় নিজের কার্যালয় থেকে তিনি অনলাইনে মোনাজাত পরিচালনা করবেন।

আজ সোমবার বেলা ২ টায় এই দোয়া অনুষ্ঠিত হবে। ফেসবুকে হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল পেজ (দারুল উলুম হাটহাজারী) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা থেকে মুক্তি পেতে আজ সকাল থেকে খতমে সুরা ইয়াসিন, সুরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দানসদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজত আমির।

এ ছাড়া দেশ ও জাতি তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহতায়ালার কাছে অনুষ্ঠিতব্য এ বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভে যুক্ত থাকার মাধ্যমে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

লাইভে যুক্ত হওয়ার লিংক https://web.facebook.com/darululoomhathazaribd


সর্বশেষ সংবাদ