করোনা: মার্কেট ও নিজ বাড়ির ভাড়া মওকুফ করলেন মেয়র

  © সংগৃহীত

করোনা ভাইরাস মোকাবেলায় নিজের মার্কেট ও বাড়ির ভারাটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এছাড়াও থানা মোড় এলাকার পৌরসভার ৪টি দোকান ঘরের ভাড়াও মওকুফ করা হয়েছে।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পৌরসভার মার্কেটের দোকান গুলো বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের কষ্টসহ লোকসান কিছুটা লাঘবের জন্য ভাড়া মওকুফ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা ভােইরাসে আক্রান্ত হন। দেশে মোট ৪৮ করোনায় আক্রানর্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।


সর্বশেষ সংবাদ