কাউন্সিলর ও স্থানীয়দের বিরোধিতায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ বন্ধ!

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্মাণাধীন হাসপাতালকে স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী বিক্ষোভ করেছে। তেজগাঁও এলাকার ওই স্থানটিতে শনিবার দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করতে দেখা যায়। যদিও একটি সূত্রের দাবি, স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী- উভয়েই হাসপাতালটি নির্মাণে বাধা দিচ্ছেন। বিরোধিতার মুখে পড়ে গ্রুপটি হাসাপতালের নির্মাণ কাজ ঘোষণা করেছে।

এ ব্যাপারে ডিএমপি’র তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয়রা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে। তারা এমন কোনো হাসপাতাল হতে দেবে না, এমনটাই দাবি তাদের।

স্থানীয়রা জানান, শিল্প এলাকার ১৮৪ নম্বর প্লটে নির্মাণাধীন হাসপাতালের লোকজন আসার পর সেখানে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি। অভিযোগ রয়েছে, স্থানীয়দের তিনিই নিয়ে এসেছেন। যদিও গণমাধ্যমের প্রশ্নের প্রেক্ষিতে সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শফিউল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটা যেহেতু মহল্লা হচ্ছে। তাই এখানে করোনারভাইরাসে আক্রান্তদের হাসপাতাল হওয়া ঠিক হবে না। আমি এটার পক্ষে না।’

এলাকাবাসীর বিক্ষোভ

জানা যায়, আকিজ গ্রুপের পরিচালকেরা ব্যবসার বিভিন্ন বিভাগ থেকে নানাভাবে মানুষকে সহায়তা করছেন। তারা মাস্ক তৈরি করে দিয়েছেন। খাদ্য বিতরণ করছেন। জীবাণুনাশক বিতরণ করছেন। এক কর্মকর্তা বলেন, চীনের উহানে কয়েক দিনের মধ্যে যেভাবে হাসপাতাল তৈরি হয়েছে, সেভাবেই বাংলাদেশে হাসপাতালটি তৈরি করার চেষ্টা চলছে। জমিটিতে এতদিন আকিজ গ্রুপের কিছু কিছু কাজ হতো। সব খালি করে হাসপাতাল করা হচ্ছে।

এদিকে হাসপাতাল বন্ধের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। যারা ভুল ম্যাসেজে ভুল বুঝে বিক্ষোভ করতে এসেছিল তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

তথ্যমতে, শুক্রবার থেকেই একটি খবর চাউর হয় যে, করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল। আর সেটা করছে আকিজ গ্রুপ। দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ব্যক্তি উদ্যোগে এটি করছেন বলেও জানা যায়। এ খবরে বিভিন্ন মহলে আশার সঞ্চার হয়। নেটিজেনরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence