২৬ মার্চ ২০২০, ১৯:৫৯

করোনা থেকে রক্ষা পেতে মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত

  © ফাইল ফটো

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কুমিল্লার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দিনভর কোরআন তেলাওয়াত করা হয়েছে। এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস কোরআন তেলওয়াত ও দোয়া করলে আল্লাহ সবাইকে করোনা মুক্ত রাখবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন এলাকার মাইকে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। করোনা আতঙ্কে বাড়ি থেকে কেউ বের না হওয়ায় মাইকে তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সুনসান নিরবতায় ডুবে থাকা বাসিন্দারা মাইকে প্রচারিত সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে।

এ বিষয়ে কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম জানান, নামাজের সময় ছাড়া বাকি সময়টা কোরআন তেলাওয়াতে পার হয় কান্দিরপাড় জামে মসজিদের আঙ্গিনা। আগে রমজান মাস এলে দিনে কোরআন তেলাওয়াত হতো। বর্তমানে করোনা থেকে রক্ষা পেতে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে বলে তিনি জানান। নগরীর দারোগাবাড়ি মসজিদেও চলে কোরআন তেলাওয়াত।