করোনাভাইরাস: মেহেরপুর লকডাউন

  © সংগৃহীত

করোনা ভাইরাস মোকাবেলায় মেহেরপুর লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বহাল থাকবে। লকডাউনের পর থেকে জনসমাগম যেন না হয় সেজন্য মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আতাউল গণি লকডাউন ঘোষণা করেন। লকডাউন থাকায় সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। ওষুধসহ অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা রয়েছে। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আন্তঃজেলা ও দূর পাল্লার পরিবহন বন্ধ রয়েছে। তবে দুএকটি পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গত ২৪ ঘন্টায় নতুন ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে সর্বমোট ৩০৭ জন হোম কোয়ারেন্টাইনে আছে। অন্য দিকে ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ