হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধের মৃত্যু

  © ফাইল ফটো

সিলেটে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় মারা যান তিনি। সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই ব্যক্তি (৬৫) দেশেই থাকতেন। তবে তার ছেলে সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেন।

এরপর থেকেই তিনি সব নিয়মকানুন মেনে কোয়ারেন্টাইনে থেকে আসছিলেন। কিন্তু গতরাতে তার মৃত্যু হয়।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটিও জানতেন। তারপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়নি। পরে তাকে নগরের মানিক পীরের টিলায় দাফন করা হয়।’


সর্বশেষ সংবাদ